১.জগতে মুক্তির স্বাদ যারা পায়, তারা হয়ত অন্যের বন্দিত্ব থেকেই অর্জন করে সে মুক্তির স্বাদ। যদি তাই না হবে, তবে কেন মুক্তি এবং বন্দিত্বের অবস্থান একে অপরের বিপরীতমুখী? এর কোনো উত্তর নেই। যেমন উত্তর নেই—সমাজের ভাঙনে কিছু মানুষের অযাচিত ভূমিকা নিয়ে!
আজ নগেনের ছেলেকে নিয়ে যে বিচার বসেছে নগেনের উঠানে, সে বিচারের গোড়ার হাল-হকিকত কারোরই অজানা নয়। মতলব মিয়ার বড় ছেলে নজিবুল্লাহ নিজের পকেটের টাকা… বিস্তারিত