অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে রফিকুজ্জামান রণির নতুন কাব্যগ্রন্থ ‘না ফেরার ব্যাকরণ’। এ গ্রন্থে বিচিত্র ধারার কবিতা স্থান পেয়েছে, যেমন: সনেট, সেস্টিনা, কোয়াট্রেন, ম্যাক্সিম, রুবাই, হাইকু, ছন্দোবদ্ধ কবিতা, অনুকাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য ও দীর্ঘকবিতা। এটি তার ৮ম গ্রন্থ।
প্রচ্ছদ: তাইফ আদনান।
প্রকাশনী: জলধি প্রকাশন।
মূল্য: ২৫০ টাকা।
স্টল নং: ১৯২-১৯৩ ।