Homeসাহিত্যমুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনা একাত্তর’

মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনা একাত্তর’


লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকন এর নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’ প্রকাশিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শহিদ স্বজনদের ভাষ্যে একাত্তরের মর্মস্পর্শী গণহত্যার ইতিহাস উঠে এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন এ গবেষণাগ্রন্থে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির গণহত্যা, সিলেটের কাইয়ার গুদামের নির্যাতন ও হত্যা, সৈয়দপুর ও সিরাজগঞ্জের গণহত্যাসহ একাত্তরের ৮টি গণহত্যার ইতিহাস তুলে ধরা হয়েছে শহিদ স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, যা একাত্তরে পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসরদের জেনোসাইড বা গণহত্যার প্রামাণ্য হিসেবেই উঠে আসে। একাত্তরের গণহত্যা সম্পর্কে যা আগামী প্রজন্মকেও একটি নির্মোহ ধারণা দিবে।

‘গৌরব ও বেদনার একাত্তর’ গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা ও ঘটনা শোনাতে ব্রতী হয়েছেন, যারা বা যা ছিল অন্তরালে। ‘গৌরব ও বেদনার একাত্তর’ বইটির লেখাগুলো পাঠককে নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। যা যে কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।”

একক প্রচেষ্টায় সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন বহু বছর ধরে। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার এবং ‘৭১-এর আকরগ্রন্থ’ গ্রন্থটি ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২১’ অর্জন করে। তার প্রকাশিত মোট গবেষণাগ্রন্থের সংখ্যা ৩৫টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ১৫টি।

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মুদ্রিত মূল্য: ৫০০টাকা





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত