Homeসাহিত্যব্লিস কারম্যানের কবিতা

ব্লিস কারম্যানের কবিতা


উইলিয়াম ব্লিস কারম্যান একজন কানাডিয়ান কবি। তিনি ১৫ এপ্রিল ১৮৬১ সালে কানাডার নিউ ব্রান্সউইকের ফ্রেডেরিকটনে জন্মগ্রহণ করেন। বিভিন্ন জার্নালে সম্পাদকীয় কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, ৩টি নাটক, ৮টি গদ্য সংকলন ও বেশ কয়েকটি অনুবাদগ্রন্থ রচনা করেন। মর্মস্পর্শী প্রেমের কবিতা এবং প্রকৃতি ঘনিষ্ঠ কবিতার জন্য তিনি স্মরণীয়। প্রকৃতি, শিল্প এবং মানব ব্যক্তিত্বের উপর বেশ কিছু গদ্যও লিখেছেন। ৮ জুন ১৯২৯ সালে ৬৮ বছর বয়সে ব্লিস কারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান।

গ্রীষ্মের ঝড়

ঝড়ো বাতাসের আনাগোনায়
পাহাড় চূড়ায় বৃক্ষগুলো অবনত,
অনুচ্চ, ধূসর মেঘ ভিড় বাঁধে
বর্ষার অস্ত্রপাতি নিয়ে
মহড়ায় ব্যস্ত যুদ্ধ-বিমানের মতো।
নাকাড়া-বাদক বাতাস সংকেত দিলে
এগিয়ে আসে মেঘ, দাগে অদৃশ্য কামান
গাভীগুলো দাঁড়ায় পাশাপাশি, ভয়ে উচাটন,
রাখাল ছুটে ঘরমুখে,
প্রথম বজ্রটি পড়ে জানালা ভাঙে।
কামান দাগায় শান্ত ফলের বাগানে,
মুহূর্তে তছনছ নাশপাতি ফল;
উপত্যকা ছিঁড়ে খুঁড়ে ঝড় ছুটে আসে,
আলেড়িত হয় পুকুরের কালো জল,
তারপরই রোদ এসে করে সব দখল।

প্রথম কম্পন

তার স্পর্শে প্রথম কেঁপে উঠেছিলাম আমি
যেন এক প্রকাণ্ড কাসার থালায়
কেউ সজোরে করেছে আঘাত।

সে কম্পন আজও স্পন্দিত হয় হৃদয়ে আমার
কিশোরী মেয়ের কানের দুল
যেমন কাঁপে মাটিতে পা ফেলার তালে তালে।

এই অনুভূতি রক্তশিরায় থাকবে আমার
যতদিন পৃথিবীতে সূর্য ছড়াবে আলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত