...
Homeসাহিত্যফ্যাক্টচেক /‘মাকে গর্তে ফেলে হত্যার চেষ্টা’ দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

ফ্যাক্টচেক /‘মাকে গর্তে ফেলে হত্যার চেষ্টা’ দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো


এক যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক এক বৃদ্ধাকে একটি সরু গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। আজ বৃদ্ধা প্রাণপণে যুবকের হাত থেকে ছাড়া পেতে ছটফট করছেন। যুবকটিকে ‘ফালাই দিমু আজকা’, আর ওই বৃদ্ধাকে ‘মা, মা’ বলে চিৎকার করতে শোনা যায়।

Saddam Hossain’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত রোববার (৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ছেলে মা’কে কুয়ার বিতরে পালানোর চেষ্টা কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে নিজের মা’র সাথে।’ (বানান অপরিবর্তিত)

আজ বুধবার বেলা ১২টা পর্যন্ত ভিডিওটি ২ লাখ ২৪ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ৬০৮। পোস্টটিতে ৮৯টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১ হাজার ৭০০। এসব কমেন্টে একজন এটি সাজানো ঘটনা বলে উল্লেখ করেছেন। এ ছাড়া অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন।

Zeaul Hoque নামে একটি অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘দ্রুত তাঁকে ধরে আইনের আওতায় আনা হোক।’ (বানান অপরিবর্তিত)

Alamin Molla লিখেছে, ‘এই ছেলেটা কে আইনের আওতায় আনা উচিত।’ (বানান অপরিবর্তিত)

এ ছাড়া ‘মোঃ মোস্তফা পালোয়ান’, ‘Kamrul Hosen Oni’, ‘সরকার আরিফুল ইসলাম’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘Ahosan Comedy Club’ নামে একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি গত ৫ মার্চ প্রকাশিত। এই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা যুবক ও বৃদ্ধার সাদৃশ্য পাওয়া যায়।

যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছে, দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছে, দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ছেলেটি এক বৃদ্ধ মাকে গর্তে ফেলে দিচ্ছে. ! হাইরে দুনিয়া।’ (বানান অপরিবর্তিত)

Ahosan Comedy Club নামে ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণে দেখা যায়, কিছু ব্যক্তিগত ও পারিবারিক ভিডিও এবং বেশিরভাগই বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও কপি করে পোস্ট করা হয়েছে।

Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেল। ছবি: স্ক্রিনশট

Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেল। ছবি: স্ক্রিনশট

এই চ্যানেলটিতে বিভিন্ন সময়ে একই যুবক ও বৃদ্ধ নারীর আরও বেশ কিছু ভিডিও (, , , ) প্রকাশ করেছে। এসব ভিডিওতেও ওই বৃদ্ধাকে হত্যাচেষ্টা দেখানো হয়েছে।

এসব ভিডিওর ক্যাপশন ও থাম্বনেইলে লেখা— ‘রমজান মাসে বৃদ্ধ মহিলাকে গর্তে ফেলে দিলো’, ‘ছেলে মাকে বটি দিয়ে জবাই করলো’, ‘মাকে ফাসি দিয়ে মেরে ফেল্লো’, ‘মাকে বালিশদিয়ে মেরে ফেল্লো’।

একই ইউটিউব চ্যানেলে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত একটি শর্ট ভিডিওতে ছড়িয়ে পড়া ভিডিওর যুবক ও বৃদ্ধ নারীর বিবৃতি পাওয়া যায়।

Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

ভিডিওতে যুবকটি জানান, বৃদ্ধা সম্পর্কে তাঁর নানি। তাঁরা একসঙ্গে বিভিন্ন নাটিকা তৈরি করেন।

সুতরাং, যুবক তাঁর মাকে গর্তে ফেলে দিচ্ছে— দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। প্রকৃতপক্ষে, Ahosan Comedy Club নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটিকার দৃশ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.