পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করছে সরকার। দেশের বিভিন্ন জায়গায় এই কার্যক্রম চলছে। অনেক স্থানে দীর্ঘ সারিতে দাঁড়ানোর খবরও গণমাধ্যমে আসছে। এর মধ্যে দেশে ভিজিএফের ১০ কেজি চাল নিতে গিয়ে নারীরা হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিত হয়েছেন— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে বেশ কিছু নারীকে একটি সরু গলি দিয়ে দেয়ালবেষ্টিত স্থানে ঢুকতে দেখা যায়। এ সময় নারীদের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিত হতে দেখা যায়।
Tanni Chowdhury নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘১০ কেজি চাউলের জন্য মানুষে এমন গতির দৌড় হয়তো আগে দেখি নাই বাংলাদেশে। মানুষ এখন শুধু লজ্জায় মুখ খুলে না।’ (বানান অপরিবর্তিত)
আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ১৭ হাজারবার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ২৬১। পোস্টে ৩৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭০২।
‘Rashida Chowdhury’, ‘Tamanna Akhter’ ও ‘Shohag Bepari’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তবে এই পোস্টগুলোর কোথাও স্থান বা সূত্রের উল্লেখ নেই।
এসব পোস্টের কমেন্টে ভিডিওটি অন্য দেশের বলে কেউ কেউ কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। Lutfor Rahman নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘দুঃখ জনক ঘটনা।’ (বানান অপরিবর্তিত) Aabbas Kazi লিখেছে, ‘বাংলাদেশের এসব সম্ভব।’ (বানান অপরিবর্তিত)
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Asher Mehdi Sithar নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ১৮ মার্চ প্রকাশিত। ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে এই ভিডিওর দৃশ্যে থাকা স্থান, দেয়াল, সরু গলি, নারীদের অবস্থান, তাঁদের পোশাক ও হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার দৃশ্যের মিল পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশন উর্দু ভাষায় লেখা। ফেসবুকের স্বয়ংক্রিয় ভাষান্তরের অপশন থেকে বাংলা করে জানা যায়, এই নারীরা ‘বেনজির ইনকাম সাপোর্ট’ প্রোগ্রামের অর্থ তুলতে গিয়েছিলেন।
Asher Mehdi Sithar নামের অ্যাকাউন্টটির অ্যাবাউট অপশন থেকে জানা যায়, তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা।
রিভার্স ইমেজ সার্চে Sindh Plus নামের একটি পেজে ১৮ মার্চের একটি পোস্টেও প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পাওয়া যায়।
পেজটির অ্যাবাউট অপশন থেকে জানা যায়, পেজটি ‘নিউজ অ্যান্ড মিডিয়া’ ক্যাট্যাগরির এবং এটির লোকেশন হিসেবে পাকিস্তানের হায়দরাবাদ উল্লেখ করা।
তবে একই ক্যাপশনে এ-সম্পর্কিত ফেসবুকে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায় Muhammad Khan নামের অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে ১৮ মার্চ সকাল ৯টা ১০ মিনিটে পোস্টটি করা হয়। এই ফেসবুক অ্যাকাউন্টের অ্যাবাউট অপশন থেকে জানা যায়, তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিহারি জেলার বুরেওয়ালা শহরে থাকেন।
এসব পোস্টেও ‘বেনজির ইনকাম সাপোর্ট’ প্রোগ্রামের অর্থ তুলে গিয়ে হুড়োহুড়ির কথা উল্লেখ করা হয়েছে।
‘বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম’ লিখে গুগল সার্চ করে জানা যায়, এটি পাকিস্তান সরকারের দারিদ্র্য বিমোচনে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
সুতরাং, এটি নিশ্চিত, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের অর্থ বিতরণ কর্মসূচির।
অবশ্য পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের দরিদ্রদের জন্য ভিজিএফের ১০ কেজি চাল সংগ্রহ করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) পঞ্চগড় পৌরসভায় শহিমা বেগম (৫০) নামের এক নারী মারা যাওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রচণ্ড রোদ আর ভিড়ে হিট স্ট্রোকে ওই নারীর মৃত্যু হয়েছে। ভিজিএফের চাল নিতে গিয়ে হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে কেউ আহত হওয়ার খবর কোনো গণমাধ্যমে আসেনি।
সুতরাং, নারীদের হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিত হওয়ার ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি পাকিস্তানে সরকারের দরিদ্রদের নগদ অর্থ সহায়তা নিতে যাওয়ার নারীদের হুড়োহুড়ি ও পদদলিত হওয়ার ভিডিও।