ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলন চলাকালীন ‘মানবতাবিরোধী অপরাধ’ ও ‘গণহত্যার’ অভিযোগে ২০২৪ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে ব্রিটিশ বাংলাদেশি একজন আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেন।
এরই মধ্যে, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১২তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ২৭ জন লবিস্ট অংশগ্রহণ করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে কুয়াশাচ্ছন্ন একটি রাস্তায় গাড়িবহরকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।
‘আওয়ামী লীগ পরিবার’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘আজ ২৫ /২ / ২০২৫ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা মামলার ১২ তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অংশগ্রহণ করছে ২৭ জন লবিস্ট, বাংলাদেশ সময় দুপুর ২ ঘটিকায় শুরু হচ্ছে শেখ হাসিনার ১২ তম শুনানি সবাই দোয়া করবেন সুবিচারের আশায় আমরা জয় বাংলা।’ (বানান অপরিবর্তিত)
আজ বুধবার দুপুর দেড়টা পর্যন্ত ভিডিওটি ২৪ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৩০০। পোস্টটিতে ১৫১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২২৭। পোস্টটি অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। Anower Anower নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনা সরকার বারবার দরকার।’ (বানান অপরিবর্তিত) Abdus Samad Kabir লিখেছে, ‘ন্যায় বিচার হবে ইনশাআল্লাহ।’ (বানান অপরিবর্তিত)
‘মুক্তিযোদ্ধা চেতনা বন্ধু’ ও ‘চট্রগ্রাম বিভাগ ছাত্রলীগ’ নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং Rashed 2.0 নামে পেজ থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
শুরুতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনের তথ্যটি নজরে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের। ক্যাপশনে লেখা, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস সুইজারল্যান্ডে অবস্থিত। কিন্তু প্রকৃতপক্ষে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে।
তবে জেনেভা ইন্টারন্যাশনাল সেন্টার ফর জাস্টিসের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যম 11 Alive–এর ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ২৫ আগস্ট পোস্ট করা হয়েছে।
ভিডিও থেকে জানা যায়, সে সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তন চেষ্টায় অভিযুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করতে আটলান্টা গিয়েছেলেন। গাড়িবহরের এই ভিডিওটি ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়ার উদ্দেশে রওনা দিতে নিউ জার্সির বিমানবন্দরে যাওয়ার সময়ের।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৩ সালের ২৫ আগস্ট প্রকাশিত হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগের মামলায় ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ২৪ আগস্ট আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেছিলেন।
Fox5ny–এর ওয়েবসাইটেও ২০২৩ সালের ২৪ আগস্টে প্রকাশিত একই তথ্যে ভিডিওটি পাওয়া যায়।
শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার শুনানিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ২৭ জন লবিস্ট অংশগ্রহণ করছেন– গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশি ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসিতে করা মামলায় শুনানিতে ২৭ জন লবিস্ট অংশ নিয়েছেন— এই দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এটি যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের ২৪ আগস্ট আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করতে যান। ফেসবুকে ছড়ানো ভিডিওটি ট্রাম্পের সেই গাড়িবহরের দৃশ্য।