ফানাকোথাও কোনো শব্দ নেই। সারিবদ্ধ তারাদের
নতজানু আলো, দমকে দম জিকির
উঠেছেーহে অন্ধ আকাশ, হে ঘরহারা পাখি
ওহে মাতাল বাতাস, সালাতের নবম মুদ্রা
থেকে কেউ ছিটকে পড়ো না। পঞ্চম মুদ্রায়
যে সমুদ্র- পাগলপারা, সিনায় তার
মোহরানার ঢেউ। ঐ যে পৃথিবীর একফালি
দেয়াল, দেয়ালে সেঁটে আছে এক বন্ধ
দরজা, দরজার ওপাড়ে আয়না। সত্যের
প্রতিফলন থেকে খুব বেশি দূরে নও তুমি।
জিকির! সেতো নোঙর করা জাহাজ। যদি
সাঁতার ভুলে… বিস্তারিত