পোয়াতি বৃষ্টিঅনেকদিন বৃষ্টি ছুঁয়ে দেখিনি
হাত ছুঁয়ে ছুঁয়ে যাওয়া বৃষ্টি
না দেখলেও অনুভব করেছি
বৃষ্টি একটা আস্ত পুরুষ মানুষ;
হাত ছোঁয়ার বাসনায় গড়িয়ে যায়
ছুঁয়ে যায় আপাদমস্তক;
প্রকাশ থেকে গোপন যত কথা
অঙ্গের কলকাঠি।
বৃষ্টির খবর নেই অনেকদিন;
হালের বলদগুলো বৃষ্টি চায়, অনেক নরম মাটি খুঁড়ে আনবে
এক পোয়াতি গাছ;
আমি ভুলিনি আমার বৃষ্টির জলে
পোয়াতি হবার সম্ভাবনা।ণ হন্যতেপ্রেমিক প্রতারক হলে… বিস্তারিত