পালকভরা সূর্যাস্ত—১দিঘির জলে ছায়া পড়েছে। সংশয়ী ডানা নিয়ে উড়ছি আমি বৃষ্টির ভেতর। ভূগোলে ভূগোলে দেখা যাচ্ছে মিথ্যাময় প্রজাপতি। সত্যবাদী সংশয় নিয়ে চলে যাচ্ছে তারা তুষারের দিকে। তুমি বলছ— তুমি কোথাও নেই। আমি পতনের ভেতর থেকে দেখছি ভোর ও সন্ধ্যার বিদেহী সাঁতার। প্রতিমার চোখের ভেতরে যে গোপন ইশারা সেখান থেকে উঠে আসছে নীলপরীআমি স্বাতীর নিকট থেকে যেদিন সাদামাটা আকাশ পেয়েছিলাম, সে-দিন বকুল গন্ধে ভরে… বিস্তারিত