Homeসাহিত্যপ্রত্যক্ষ মৌমাছি বা মেহগনি

প্রত্যক্ষ মৌমাছি বা মেহগনি


ফুল

ফজরের আগে কুকুরগুলো
রোজ মানুষের স্নিগ্ধ, শান্ত ঘুম ভাঙায়।
তৈরি করতে চায় নতুন দলিল,
দখলে রাখতে চায় তিমির।

ভোরের আলোর বার্তা শুনেও,
অসত্য, অন্যায়ের জোরে
আগলে রাখতে চায় নির্মম তিমির।
আর ঢেকে রাখে ভোরের স্নিগ্ধ আলো।

কিন্তু ওই যে আঠারোর সম্মোহনীতে,
রক্তের তটিনী হয়েই নতুন সূর্যের উদয়!

সরে গেছে ভয়াল কালো মেঘ,
ফুটেছে বিজয়ী নতুন আভা।
অক্লান্ত পথিক ফুলগুলো ফুটছে
জুলুম, অত্যাচার ও বৈষম্য ঢেকে!

অমোঘ অস্ত্র 

পৃথিবীর অভিধান হাসপাতাল,
ডানে-বামে, উপরে-নিচে ছয় নয়।

প্রত্যক্ষ মৌমাছি বা মেহগনি হতে
অগ্নি রূপ ব্যাপ্ত কর,
জ্বালিয়ে দাও স্বার্থপরতা, নিষ্ঠুরতা।

চাঁদকে সূর্যের গ্রাস
এ যেন নিত্যদিনের খেলা!

রাজপথে মিছিল কর,
বিলুপ্ত কর অসুন্দর সব।
ব্যাপ্ত কর অমোঘ অস্ত্র, ভালবাসা!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত