Homeসাহিত্যদেশে ডাকাতির ভিডিওর দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও

দেশে ডাকাতির ভিডিওর দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও


রাজধানীর বনশ্রীর ডি-ব্লকের ৭ নম্বর রোডে গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে এসে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার দাবিতে পরদিন সোমবার ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রীতে মশাল মিছিল হয়। এ ছাড়া সম্প্রতি রাজধানীসহ সারা দেশে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের তথ্য গণমাধ্যমে এসেছে।

এরই মধ্যে ‘দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যু হয়েছে’—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে রাতের বেলা একজন যুবককে আন্ডারওয়্যার পরা অবস্থায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পাশের বিল্ডিংয়ে বৈদ্যুতিক খুঁটির তার বেয়ে যেতে দেখা যায়।

আওয়ামী লীগ পরিবার’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজকে বৃহস্পতিবার ভোর ৫টা ৭ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ডাকাতি করতে গিয়ে ফ্লিল্মি স্টাইলে বিল্ডিং_ টপকাতে গিয়ে গন ধুলাইয়ে মৃত্যু।’ (বানান অপরিবর্তিত)

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি ২২ হাজারবার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ৬৩৪। পোস্টটিতে ১৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২০৭। এসব কমেন্টে ভিডিওটি বাংলাদেশের বলে অনেকেই কমেন্ট করেছেন। Surozit Mohonto নামে অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘এই হোল ইউনুছের দেশ’ (বানান অপরিবর্তিত)। Md Shazzed লিখেছে, ‘সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিয়েছে প্রতি হিংসা পরায়ণ নোবেল লরিয়ট’ (বানান অপরিবর্তিত)।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ’, ‘সোনার বাংলা’ ও ‘Jobayer Hossain’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির একপর্যায়ে ইংরেজি ভাষায় ‘ISTA BEACH HOTTLE’ নামে একটি টেক্সট দেখা যায়। ‘ISTA BEACH HOTTLE’ লিখে গুগলে সার্চ করলে Calista Beach Hotel নামে একটি হোটেল পাওয়া যায়। এটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির বাউবাউ সিটিতে অবস্থিত।

গুগল স্ট্রিট ভিও ইমেজে থাকা ভবনটির ছবির সঙ্গে দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওর ভবনের ডিজাইন, রং ও রাস্তার সাদৃশ্য পাওয়া যায়।

গুগল স্ট্রিট ভিও ইমেজের সঙ্গে দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

গুগল স্ট্রিট ভিও ইমেজের সঙ্গে দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

এসব তথ্যসূত্রে গুগলে সার্চ করলে গত ১৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার ভাষায় প্রকাশিত দেশটির অনলাইন সংবাদ মাধ্যম ‘tribunnews. com’-এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ছড়িয়ে পড়া ভিডিওর একটি দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।

‘tribunnews. com’ প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

‘tribunnews. com’ প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনটি গুগলের সাহায্যে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির বাউবাউ সিটিতে একজন পুরুষ ব্যক্তি আন্ডারওয়্যার পরে বৈদ্যুতিক তার বেয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

একই সার্চে ইন্দোনেশিয়ার MPN নামে একটি সংবাদমাধ্যমে ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির বাউবাউ সিটির কামালি বিচ এলাকায় ঘটেছিল। ভিডিওতে থাকা ব্যক্তি সরকারি কর্মচারীদের নির্বাচনে (পিপিপিকে) পাস করতে না পারায় বিষণ্ণতার কারণে এমনটা করেছেন বলে অভিযোগ করা হয়। পরবর্তী সময় পুলিশ এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করে এবং পরবর্তী চিকিৎসার জন্য সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।

সুতরাং, দেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যু হওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির বাউবাউ সিটিতে গত ১৭ ফেব্রুয়ারি একজন যুবক আন্ডারওয়্যার পরে বৈদ্যুতিক তার বেয়ে যাওয়ার ভিডিও দেশে ডাকাতির দৃশ্য দাবিতে ছড়ানো হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত