দুই নারী ব্যাগে করে লাশ ফেলতে এলে সাধারণ মানুষ তাঁদের ধরে পুলিশে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে উৎসুক জনতাকে গোল হয়ে একটি ট্রলিব্যাগে লাল কাপড়ে মোড়ানো বস্তুসদৃশ জিনিসের ভিডিও করতে দেখা যায়।
‘Mohammed Fahim’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩১ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘বাগবাজার ঘাটে দুইটা মহিলা খুন করে ব্যাগে করে লাশ ফেলতে এসেছিল। জনগণ ধরে ব্যাগ খুলতে বললে বলে কুকুর আছে পুলিশ এসে তালা ভেঙে বের হয় একটি লাশ।’ (বানান অপরিবর্তিত)
আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিডিওটি ৮৯ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ৯৭০। পোস্টটিতে ৫৮টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৭৩০। ভিডিওটি ভারতের উল্লেখ করে কোনো কোনো অ্যাকাউন্ট কমেন্ট করেছে। অনেকে ভিডিওটি বাংলাদেশের উল্লেখ করে কমেন্ট করেছেন। Md Rokon Md Rokon নামে অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘সোনার বাংলাদেশ।’ (বানান অপরিবর্তিত) MD Nizam Uddin লিখেছে, ‘যারা ৭১ এর সাধীন করছেন আপনারা কি করছে ২৪ সাধীনতা দেখে যান এতে কিছু শিক্ষার আছে আপনি যেই খানে যাবেন সেই খানে দেখবেন লাল আর লাল খেলা।’ (বানান অপরিবর্তিত)
Samina Saba, Lejon Sarkar ও Raihan Uddin Akib নামে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্যাপশনে বাংলাদেশ উল্লেখ করে ভিডিওটি পোস্ট করেছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় গণমাধ্যম Kuheli Dutta নামে একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পোস্ট করা হয়।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কুমারটুলী ঘাট এলাকায় দুই মহিলার সঙ্গে থাকা ট্রলিব্যাগ থেকে নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
এসব তথ্যসূত্রে গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে, ভারতীয় সংবাদমাধ্যম Times Now News-গত ২৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ছড়িয়ে পড়া ভিডিওর ট্রলিব্যাগের দৃশ্য এই প্রতিবেদনে যুক্ত ছিল।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কুমারটুলী ঘাট চত্বরে ট্রলিতে মৃতদেহ নিয়ে গঙ্গার ঘাটে ফেলতে এলে প্রথমে স্থানীয় ও পরে পুলিশের হাতে আটক হন দুজন নারী। আটক হওয়া দুই নারীর নাম আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ। তাঁরা সম্পর্কে মা-মেয়ে। ব্যাগে থাকা ব্যক্তির নাম সুমিতা ঘোষ। তিনি ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি।
একই তথ্যে, আজকের পত্রিকা, এবিপি নিউজ, নিউজ ১৮, হিন্দুস্তান টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমে একই তথ্য পাওয়া যায়।
এ ছাড়া দেশে দুই নারীর ট্রলিব্যাগ থেকে লাশ উদ্ধারের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, দুই নারী ব্যাগে করে লাশ ফেলতে এলে সাধারণ মানুষ তাঁদের ধরে পুলিশে দিয়েছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কুমারটুলী ঘাট চত্বরে ট্রলিতে মৃতদেহ নিয়ে গঙ্গার ঘাটে ফেলতে আসার ভিডিও বাংলাদেশের ঘটনা দাবিতে ছড়ানো হয়েছে।