Homeসাহিত্যতোমাকে না খোঁজার দিনগুলি

তোমাকে না খোঁজার দিনগুলি


চেয়ে নিয়েছি যে জীবন খোদা—আমার
স্বর্গ-নরকের প্রশ্ন সে জীবনে নাই;
শূন্যতায় ডুবে যত হাহাকার তাঁর
সীমিত শূন্যেও তবু মহাশূন্য পাই!
হালাল-হারামের বদ্ধ সীমানা ছাড়িয়ে
পূর্ণতার দুয়ারে আমি—ঠায় দাঁড়িয়ে;
যে জানে হায়, কে বিপরীতে তরী বায়?
তাঁরেও দিয়ো খোদা—
সাহায্যে দুহাত বাড়িয়ে।।
চেয়ে নিয়েছি যে জীবন খোদা—আমার
স্বর্গ-নরকের প্রশ্ন সে জীবনে নাই;
আমাকে হারিয়ে খুঁজেছি ঐ যতদিন
তোমাকে যে খুঁজি নাই তাই!

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত