১৮৯৭ সালের আজকের দিনে, অর্থাৎ ২৬ মে প্রকাশিত হয় ব্রাম স্টোকারের কালজয়ী পিশাচকাহিনি ‘ড্রাকুলা’। প্রকাশের পর ১২৭ বছর পেরিয়ে গেলেও এটি আগের পাঠকদের মতোই আকৃষ্ট করে চলেছে নয়া জমানার পাঠকদের। আনন্দের সঙ্গেই কাউন্ট ড্রাকুলার ভয়ের জগতে প্রবেশ করেন এখনকার পাঠক। আজকের এই বিশেষ দিনটিতে ড্রাকুলা ও ব্রাম স্টোকার নিয়ে থাকছে ১০ তথ্য। বিস্তারিত