[বাংলাদেশের অপূর্ব ও শক্তিশালী নারীদের প্রতি উৎসর্গ]
পদ্মা নদীর তীরে প্রথম হাঁটা…কুয়াশা, কী তুমি?
আরেক রূপে
উপচে পড় আমার পায়ের আঙুলের উপর
নিতে চাই ভিনদেশি স্বাদ
তোমার তীরে তুমিও কি?
তোমার সুনীল ঢেউ
ফিসফিস করে বলে নতুন স্রোতের কথা,
জিহ্বা আর প্রচণ্ড ঝড়ে
বুঝতে পারি না এখনো।
আমার দিকে তুমি কি ভালোবাসার দৃষ্টি দাও?
নাকি অন্য কিছু?
আমি পারি…… বিস্তারিত