অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কুমার চক্রবর্তীর ‘খেয়ালপাতার গান’। বইটি ছোট ছোট গদ্যে লেখা। অনায়াস, অবিরল ও স্বতশ্চল। নেই প্রবন্ধের গুরুভার, নেই ঠাস বুনট কিংবা ঠাটবাট। গদ্যগুলোতে প্রবল ও বিষণ্ণ দার্শনিকের ক্লান্তি ও অভিজ্ঞান নিয়ে উপস্থিত হয়েছেন লেখক।
‘খেয়ালপাতার গান’ প্রকাশ করেছে, উজান। প্রচ্ছদ করেছেন, নির্ঝর নৈঃশব্দ্য।