তাদের সবাইকে সুখী দেখাচ্ছিল।শিকারেরা খুশি ছিল, কেননা এখন কোথাও পায়ের চিহ্ন পড়ে না। তারা ঘুরতে পারে নিশ্চিন্তে। চিহ্ন ধরে ধরে কেউ আর তাদের অনুসরণ করতে পারে না।শিকারিরাও আনন্দিত। এখানে বাতাস নেই, ফলে তাদের গায়ের কটু গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে না। আগে উৎকট গন্ধ পেয়ে শিকার সাবধান হয়ে যেত, তারা আর সে সুযোগ পায় না। শিকার করা অনেক সহজ এখন।এটা সম্ভব হয়েছে কেননা নালাগুলো এখন কংক্রিটের পথ, ডাল আর কাঁটা… বিস্তারিত