অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক আরিফ মজুমদারের নতুন গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’।
গল্পগুলোর চরিত্রদের জীবনকে যেন তাড়িয়ে বেড়াচ্ছে অদৃশ্য খুনিরা! জগৎ সংসারে একেকজন খুন হচ্ছে যেন একেক ভাবে! কেউ খুন প্রেমে বা ক্ষেভে বা নিঃসঙ্গতায় ভুগে, কেউবা খুন ঘাতকের হাতে। লেখক জানান, ‘কোনো একটি গল্পও যদি পাঠকদের সামান্য তৃপ্ত করে, তবেই বেড়ে যাবে লেখকের ভালোলাগার অনুভূতিটুকু।’
প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ।
প্রকাশনী: সূর্যোদয় প্রকাশন।
মূল্য: ২০০ টাকা।
স্টল নং: ১৫০।