এপ্রিল বিশ। সকাল সাতটা আট
অবশেষে ঝড় এলো। এলো ঝড় আকাশ ভেঙে—। কোথাও না কোথাও আম পড়ছে। ঘর পড়ছে কোথাও না কোথাও। ভালো কোনো ঘুম না হলেও ঝড় দেখতে লেগে যাই—চোখ সরাতে পারি না। হুহু করে মন ভারী হয়ে যায়। ভারী হয়েই ছিল—আরও। আবার একটা চিঠি লিখতে ইচ্ছা করে। লিখে ফেলি। অনেক পুরোনো কথা দিয়ে। পোস্ট করার জায়গা নেই। লাল-লাল পোস্ট বক্সগুলোকে আর কোথাও দেখি না। তুমি যখন বলছ আচ্ছা ছিঁড়েই ফেলব। এমন… বিস্তারিত