Homeসরকারের কর্মকান্ডঅতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা ৪ দিনের রিমান্ডে


রাজধানীর শান্তিনগরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে লিজা আক্তার নিহতের ঘটনায় করা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ মামলায় জুয়েল রানা ৪১ নম্বর এজাহারনামীয় আসামি।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার পুলিশ পরিদর্শক পায়েল হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী দিনের ৪ রিমান্ড মঞ্জুর করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত থাকাকালীন তাকে গতকাল গ্রেফতার করে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর নিহতের পিতা মো. জয়নাল শিকদার বাদী হয়ে রমনা থানায় শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রমনা থানাধীন শান্তিনগর মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালীন বাসার বারান্দায় আসেন লিজা আক্তার। এসময় এলাকার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে লিজার পেটে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে গত ২২ জুলাই বিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত