Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশহাসিনার পদ​ত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন রাষ্ট্রপতি, তোপ আইন উপদেষ্টার - bangladesh president...

হাসিনার পদ​ত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন রাষ্ট্রপতি, তোপ আইন উপদেষ্টার – bangladesh president md shahabuddin remarks on sheikh hasina resignation stirs controversy



শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ‘মন্তব্য’ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ‘মানবজমিন’ পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী দাবি করেছেন, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি তাঁকে বলেছেন যে, তিনি হাসিনার ‘পদত্যাগপত্র’ বহু চেষ্টার পরেও খুঁজে পাননি।হাসিনা যে পদত্যাগ করেছেন তার কোনও ‘প্রমাণপত্র’ তাঁর কাছেও নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। আর এর পরেই বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিশানা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, এই নিয়ে রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছেন। আসিফের দাবি, ‘শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন মিথ্যাচার করে শপথের লঙ্ঘন করেছেন।’

প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন হাসিনা। তবে হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছিলেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। এ বার, মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছেও হাসিনার পদত্যাগ নিয়ে জানতে চেয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি তাঁকে জানিয়েছেন যে, তাঁর কাছেও হাসিনার পদত্যাগপত্র নেই।

এ বার এই নিয়েই রাষ্ট্রপতির সমালোচনা করলেন আসিফ। সোমবার, সাংবাদিকদের তিনি বলেন, ‘রাষ্ট্রপতির এই পদে থাকার যোগ্যতা আছে কি না এই নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তাঁর বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তাঁর দাবি, ‘রাষ্ট্রপতির এই পদে থাকার আর অধিকার নেই।’

এদিন আইন উপদেষ্টা বলেন, ‘ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন আড়াইমাস পরে এ কথা কী ভাবে বলেন তিনি?’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত