Homeলাইফস্টাইল২৩ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

২৩ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 


সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ২৩ মার্চ ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি :

১৩৫১ – ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহণ।
১৬৫২ – হল্যান্ডের নৌবাহিনীর উপর প্রচণ্ড হামলা শুরু করে।
১৭৫৭ – রবার্ট ক্লাইভের চন্দননগর দখল।
১৭৯৩ – চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮০১ – রাশিয়ার জার প্রথম পল নিহত।
১৯১৭ – ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা।
১৯১৮ – জার্মান বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে।
১৯১৮ – লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০ – গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন।
১৯৩৩ – এ্যাডলফ হিটলার জার্মানীর একনায়ক হন।
১৯৪০ – আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
১৯৫৬ – পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়।
১৯৬৬ – শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা।
১৯৭৬ – নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর।
১৯৯৮ – রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত।

জন্ম :

১৮৮০ – বাসন্তী দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী।
১৮৮১ – হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
১৯০০ – জার্মান মনোবিজ্ঞানী এরিখ ফ্রোমের।
১৯০২ – চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক ।
১৯০৪ – জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী।
১৯০৬ – মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট।
১৯১০ – আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
১৯১৬ – হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাঙালি সাহিত্যিক।
১৯২২ – ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি।
১৯৩১ – রাশিয়ান দাবাড়ু ও লেখক ভিক্টর কোরচনোই।
১৯৪২ – অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল হানেকে।
১৯৪৭ – ওয়াসিম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
১৯৫২ – রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক।
১৯৫৬ – পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৫ তম প্রধানমন্ত্রী হোসে ম্যানুয়েল বারোসো।
১৯৬৮ – ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ফার্নান্দো রুইজ হিয়েরো।
১৯৭৩ – পোলিশ ফুটবলার জেরযয় ডুডেক।
১৯৭৬ – ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।
১৯৭৮ – আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল।
১৯৮৫ – আশেক ইলাহি চৌধুরী আইমন (আর্টিস্ট) বাংলাদেশি আর্ট শিল্পী।
১৯৮৬ – কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু :

১৮০১ – রাশিয়ার জার প্রথম পল।
১৮৪২ – ফরাসি ঔপন্যাসিক স্তাঁদাল।
১৮৮৭ – অ্যাংলো-আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজকেরা এবং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক জেমস লঙ।
১৯১০ – নাডার, ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক।
১৯১১- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক।
১৯৩১ – ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ।
সুখদেব থাপর, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী শহীদ।
শিবরাম রাজগুরু,ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ।
১৯৩৫ – ফ্লোরেন্স মুর, আমেরিকান অভিনেত্রী।
১৯৪৮ – বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়া।
১৯৫৩ – ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী রাউল ডুফয়।
১৯৬৫ – ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়।
১৯৯২ – ফ্রিড্‌রিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ।
১৯৯৫ – শক্তি চট্টোপাধ্যায়, বাঙালি কবি ও লেখক।
২০০১ – প্রখ্যাত বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য।
২০০৭ – আমেরিকান গণিতবিদ ও তাত্ত্বিক পল জোসেফ কোহেন ।
২০০৭ – সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী।
২০০৮ – শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।
২০১১ – এলিজাবেথ টেলর, ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
২০১২ – সোমালিয়ার রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট আব্দুলাহি ইউসুফ আহমেদ।
২০১৪ – স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী অ্যাডলফ সুয়ারেজ।
২০১৫ – লি কুয়ান ইউ, আধুনিক সিঙ্গাপুরের জনক।
২০১৯ – শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সংগীতশিল্পী।
২০২২ – যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট।
২০২৪ – কুমুদিনী হাজং, টংক আন্দোলনের নেত্রী।
২০২৪ – শাহরিয়ার খান, পাকিস্তানি কূটনীতিবিদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত