Homeলাইফস্টাইল২০২৪ এ নিতা আম্বানির সেরা ৮

২০২৪ এ নিতা আম্বানির সেরা ৮


logo

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ১০

শুধু ব্যবসা নয়। ফ্যাশান দুনিয়াও আলো করে থাকেন নিতা আম্বানি। বছর জুড়ে ছিল আম্বানি পরিবারের নানান পারিবারিক ও সামাজিক আয়োজন। এসব অনুষ্ঠানে তিনি যে শাড়িগুলো পরেছিলেন সেগুলোর মধ্যে ৮টি সেরা শাড়ির উল্লেখ করা যেতে পারে বছর শেষে। ইন্ডিয়া ডট কম অবলম্বনে সে গল্পই বলা যাক।

হালকা সাদা কোসা সিল্ক শাড়ির সঙ্গে নিতা পরেছিলেন লাল ও সাদা নেকলেস। এটি ছত্তিশগড়ের বিশেষ শাড়ি।

হালকা সাদা কোসা সিল্ক শাড়ির সঙ্গে নিতা পরেছিলেন লাল ও সাদা নেকলেস। এটি ছত্তিশগড়ের বিশেষ শাড়ি।
বেনারাস থেকে সংগ্রহ করা রাঙ্গকাট শাড়ি। এতে রয়েছে ২৮টি চৌকো জাল, ফুলের নকশা এবং আসল জরি। এমন বিশেষ ঐতিহ্যবাহী শাড়িতে কাজ করার জন্য এখন খুব অল্প তাঁতিই বেঁচে আছে!
বেনারাস থেকে সংগ্রহ করা রাঙ্গকাট শাড়ি। এতে রয়েছে ২৮টি চৌকো জাল, ফুলের নকশা এবং আসল জরি। এমন বিশেষ ঐতিহ্যবাহী শাড়িতে কাজ করার জন্য এখন খুব অল্প তাঁতিই বেঁচে আছে!
বেজ তসর সিল্কের তাঁতে বোনা বেনারসি শাড়িতে সোনালি ও রেশম মীনাকারির কাজ।
বেজ তসর সিল্কের তাঁতে বোনা বেনারসি শাড়িতে সোনালি ও রেশম মীনাকারির কাজ।
কালো বেনারসি তাঁতে বোনা শাড়িতে রাজকীয় লুকে নিতা।
কালো বেনারসি তাঁতে বোনা শাড়িতে রাজকীয় লুকে নিতা।
তাঁতে তৈরি কাধওয়া বেনারসি শাড়িতে নিতা। দুই দক্ষ তাঁতি মিলে এ শাড়ি বুনেছিলেন ৭০ দিনে।
তাঁতে তৈরি কাধওয়া বেনারসি শাড়িতে নিতা। দুই দক্ষ তাঁতি মিলে এ শাড়ি বুনেছিলেন ৭০ দিনে।
অনন্ত-রাধিকার বিয়ের জন্য নিতা আম্বানি পরেছিলেন বিশেষ সিল্কে বোনা মন্দির শাড়ি। এ শাড়ি ঐতিহ্যগত জরির কাজ দিয়ে সাজানো ছিল।
অনন্ত-রাধিকার বিয়ের জন্য নিতা আম্বানি পরেছিলেন বিশেষ সিল্কে বোনা মন্দির শাড়ি। এ শাড়ি ঐতিহ্যগত জরির কাজ দিয়ে সাজানো ছিল।
গুজরাটি তাঁতের বাঁন্দেজ শাড়িতে নিতা। এ শাড়িতে ছিল ছোট আয়না, মুক্তা এবং ধাতব সিকুইন।
গুজরাটি তাঁতের বাঁন্দেজ শাড়িতে নিতা। এ শাড়িতে ছিল ছোট আয়না, মুক্তা এবং ধাতব সিকুইন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত