অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ১০
শুধু ব্যবসা নয়। ফ্যাশান দুনিয়াও আলো করে থাকেন নিতা আম্বানি। বছর জুড়ে ছিল আম্বানি পরিবারের নানান পারিবারিক ও সামাজিক আয়োজন। এসব অনুষ্ঠানে তিনি যে শাড়িগুলো পরেছিলেন সেগুলোর মধ্যে ৮টি সেরা শাড়ির উল্লেখ করা যেতে পারে বছর শেষে। ইন্ডিয়া ডট কম অবলম্বনে সে গল্পই বলা যাক।