সাইকেল চালিয়ে পার হলেন ৫,৪১৬ মিটার
ফিচার ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৭: ৫৯
ছবি: সংগৃহীত
অভিযাত্রী সোহাগ বিশ্বাস সাইকেল চালিয়ে পার হয়েছেন নেপালের থোরং পাস। এর উচ্চতা ৫ হাজার ৪১৬ মিটার। এটি অন্নপূর্ণা সার্কিটের পথে উচ্চতম জায়গা। সেই সঙ্গে তিনি সাইকেল চালিয়ে অন্নপূর্ণা সার্কিট ভ্রমণ শেষ করলেন। সোহাগ নিরাপদে মুক্তিনাথ পৌঁছেছেন।
৩ মার্চ সোহাগ বিশ্বাস নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু করেন তাঁর মাউন্টেইন বাইকিং ও মাউন্টেইন ক্লাইম্বিং অভিযান। এই অভিযানে তিনি ৫ ডিগ্রি তাপমাত্রায় পার হয়েছেন পাহাড়ি উঁচু-নিচু পথ ও খরস্রোতা নদী।