Homeলাইফস্টাইলশখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো

শখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো


শখের জিনিসের পেছনে অনেক সময় বেহিসাবি টাকা খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে অন্য খাতে ঝামেলায় পড়তে হয়। তবে কি শখের জিনিস কেনা বাদ যাবে? না, শখের জিনিসও থাকবে। তবে টাকা অপচয় রোধ করতে কিছুটা কৌশলী হতে হবে।

মানি ম্যানেজমেন্টের জন্য প্রথম ধাপ বাজেট পরিকল্পনা। এ জন্য মোট আয় থেকে কত খরচ হতে পারে বা হবে, এটা আগে হিসাব করতে হবে। যেমন বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি, পরিবহন, খাদ্য, শিশু, ওষুধ ইত্যাদি নিয়মিত খরচ আলাদা করে রাখতে হবে। এরপর বাকি টাকা তিন ভাগ করে এক ভাগ সেভিংস, এক ভাগ ইমার্জেন্সি ফান্ড এবং আরেক ভাগ দিয়ে মাসে টুকটাক শখ পূরণ করতে পারেন।

যেকোনো জিনিস ভালো লাগলেই সঙ্গে সঙ্গে সেটা কিনে ফেলা ঠিক নয়। কিছুদিন অপেক্ষা করে আরও কিছু দেখে তারপর কেনা উচিত। আবার অনেক জিনিস এমন থাকে যে কোনোভাবেই সেখান থেকে নিজেকে সরানো যাচ্ছে না। সে ক্ষেত্রে তা আলাদাভাবে উইশলিস্টে রেখে দেওয়া উচিত। সময়

ও বাজেট বিবেচনায় রেখে উইশলিস্ট থেকে একটা একটা করে জিনিস কেনা উচিত। অবশ্যই অনেক জিনিস একসঙ্গে কিনে ফেলার প্রবণতা বাদ দিতে হবে। মাসে একটা বা দুইটা জিনিসের বেশি একবারে না কেনা ভালো। মাঝে মাঝে দু-তিন মাসের বিরতি নিতে পারেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত