জাপানের ইয়ামানাশি জেলার দুর্গম পর্বতের গভীরে দেখা পাবেন নিশিয়ামা ওনসেন কিওনকান নামের এক হোটেলের। এখানকার জাপানের ঐতিহ্যবাহী তাতামি বিছানো মেঝে, কিমোনো পড়া হাসিখুশি কর্মচারী এবং দেয়ালে শোভা যাওয়া হাতে লেখা ক্যালিগ্রাফি দেখলে ভাববেন সময় যেন থমকে গেছে জায়গাটিতে এসে। আর এটি মোটেই কাকতালীয়ভাবে নয়। পৃথিবীর সবচেয়ে পুরোনো হোটেলের তকমা গায়ে লাগানো নিশিয়ামা ওনসেন কিওনকানের বয়স অবিশ্বাস্য হলেও ১৩০০ বছরের… বিস্তারিত