Homeলাইফস্টাইলবন্ধুকে কল করার দিন আজ 

বন্ধুকে কল করার দিন আজ 


মা, বাবা, ভাই, বোন, জীবনসঙ্গী পর সবচেয়ে আপন মানুষ হলো বন্ধু। বন্ধুত্ব হলো পারস্পরিক আস্থা এবং নির্ভরতার সম্পর্ক। আমরা এমন মানুষকেই বন্ধু বলি যাকে কিছু বলতে গেলে দু’বার ভাবতে হয় না। ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে, আনন্দে বা বিষণ্ণতায় যার কথা সবার আগে মাথায় আসে, সে বন্ধুর কথা।

জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে পরিচয় হয়। সবাই কি আমাদের বন্ধু হয়? উত্তর হলো না। বিশেষ কিছু মানুষ যে আপনাকে বুঝে এবং আপনার সব কিছু মেনে নেয় সেই আপনার বন্ধু হয়ে উঠে। কিন্তু বড় হয়ে উঠার পর ব্যস্ততার মাঝে আমরা সে বন্ধুর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলি।

বলুন তো শেষ কবে সেই স্কুলের প্রথম বন্ধুটার সঙ্গে কথা হয়েছে? কথা হলেও কি ঠিক আগের মত কথা হয়? স্কুল-কলেজে যাকে ছাড়া কোন কিছু কল্পনাও করতে পারেননি, সে বন্ধুর সঙ্গেই আজকাল দেখা করার আগে কত প্ল্যান করা লাগে!

বর্তমানে তো বন্ধুর কথা মনে পড়লে চ্যাট বা এসএমএস পাঠিয়ে দিচ্ছি। কিন্তু, চ্যাট বা এসএমএসে তো কণ্ঠ শোনা যায় না? বন্ধুর সে হাসিমাখা কণ্ঠ আপনার সব ক্লান্তি দূর করতে পারে। তাই প্রিয় বন্ধুটিকে আজই কল করুন। কারণ, আজ বন্ধুকে কল করার দিন বা ‘কল এ ফ্রেন্ড ডে’।

এখন ভাবতেই পারেন এতাদিন পর বন্ধুকে কল দিয়ে কী বলবো? কত কথাই তো বলা যায়। ধরুন এমন কথা যা কাউকে বলতে পারছেন না, সেই কথাটা না হয় আজ তাকে বলুন। বন্ধুকে তো সহজেই সবকিছু বলা যায়। তা সে কষ্ট বা আনন্দের হোক।

প্রিয় বন্ধুর সঙ্গে মনকষাকষি থাকলে মিটিয়ে নিতে পারেন আজ। বন্ধুত্বে যোগাযোগ কমে যেতে পারে তবে বিচ্ছেদ কখনো হয় না। তাই সংকোচ না করে মোবাইল ফোন হাতে নিয়ে কল আজ করেই ফেলুন।

মন খুলে আড্ডায় মেতে উঠুন। বন্ধুর কথাও মনোযোগ দিয়ে শুনুন। তাকে ধন্যবাদ জানান, বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত