Homeলাইফস্টাইলদর্শন রাভালের পছন্দ কোয়ার্কি স্টাইল

দর্শন রাভালের পছন্দ কোয়ার্কি স্টাইল


নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।

চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’

দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম

কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।

দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম
দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম

শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।

দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম

তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।

দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম
দর্শন রাভাল। ছবি: ইনস্টাগ্রাম

দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত