প্রশ্ন: ঈদে মেকআপের আগে ও পরে কীভাবে ত্বকের যত্ন নেব? শাওন মেহনাজ, ঢাকা
উত্তর: মেকআপ করার আগে মুখের ত্বক ভালোভাবে ক্লিনজার দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার মেখে নিতে হবে। এর দু-তিন মিনিট পর ত্বকে প্রাইমার লাগিয়ে নিতে হবে। তার কিছুক্ষণ পর হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যেতে পারে। এ ছাড়া কেউ যদি ফাউন্ডেশন লাগাতে না চান, তাহলে সরাসরি ফেস পাউডার লাগিয়ে নিতে পারেন প্রাইমারের ওপর। এরপর ব্লাশঅন, হাইলাইটার ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করা যাবে।
একটি বিষয় মনে রাখা জরুরি, মেকআপ হালকা হোক কিংবা ভারী, সেটি অবশ্যই সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিতে হবে। আর দিন শেষে ভালো মানের ক্লিনজার দিয়ে ভালো করে মেকআপ তুলে তারপরই ঘুমাতে যাবেন।
প্রশ্ন: ঈদের সাজে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করলে ভালো লাগবে? ফারাহ্ মাহমুদ, চট্টগ্রাম
উত্তর: এবারের ঈদে গরমের খুব দাপট থাকবে। তাই গ্লসি বা শিমারিং লিপস্টিক এড়িয়ে ম্যাট কিংবা ক্রিম বেজড লিপকালার ব্যবহার করতে পারেন। হালকা সাজের সঙ্গে লাল, মেরুনসহ যেকোনো গাঢ় রঙের লিপস্টিক হলেও মানাবে বেশ। ন্যুড লিপস্টিক যেকোনো মেকআপ লুকে মানানসই। সে কারণে সিম্পল টু গর্জিয়াস—যেকোনো লুকের জন্য ঠোঁটে ন্যুড লিপস্টিক ব্যবহার করতে পারেন। পিচ, ন্যুড পিংক, মভ, টেরাকোটা ইত্যাদি রংও দারুণ মানাবে ঈদের দিনের সাজে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার