Homeলাইফস্টাইলক্যারি অন লাগেজে কী নেবেন

ক্যারি অন লাগেজে কী নেবেন


বিমানে তরল দ্রব্য ৩ দশমিক ৪ আউন্সের বেশি নেওয়া যাবে না। কন্টাক্ট লেন্স সলিউশন, শ্যাম্পু, মেকআপ পণ্য, তরল ওষুধ, নেইলপলিশ, পারফিউম বা কোলোন, ফেস টোনার, হেয়ার জেল, হ্যান্ড স্যানিটাইজার, টুথপেস্ট, ফেস সেরাম রাখা যেতে পারে ক্যারি অন ব্যাগে।

এ ছাড়া হেয়ার স্প্রে, ড্রাই শ্যাম্পু এবং স্প্রে-অন ডিওডোরেন্ট ক্যারি অন লাগেজে নেওয়া যাবে। সেগুলো ছোট্ট কনটেইনারে নিয়ে অবশ্যই টেপ নিয়ে বেঁধে পরিষ্কার জিপ-টপ প্লাস্টিক ব্যাগে ফিট করতে হবে। এই নিয়ম পিনাট বাটার এবং ক্রিমি পনির ও অ্যালকোহলের ক্ষেত্রেও প্রযোজ্য।

তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় তরল; যেমন ইনসুলিন এবং বেবি ফর্মুলার ক্ষেত্রে এ নিয়ম কিছুটা শিথিল। শিশু খাবার; যেমন ফর্মুলা, বুকের দুধ, রস, জেল বা তরল-ভর্তি ফিদার এবং ক্যানড, জারড বা প্রসেসড শিশুখাদ্য বিমানে নেওয়া যাবে।

সূত্র: রিয়েল সিম্পল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত