সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি
১০৯১ – টর্নেডোতে লন্ডনে দুজনের মৃত্যু হয়।
১১৫৭ – ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।
১৫২০ – অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।
১৬৮১ – ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
১৭৬৪ – বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
১৭৯০ – হাইতিতে দাস বিদ্রোহ হয়।
১৮১৪ – ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
১৮৫৩ – রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।
১৯১৫ – নিউইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারীর মিছিল।
১৯১৮ – চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
১৯২৩ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
১৯৩২ – রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
১৯৪১ – ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিশরের উত্তরাঞ্চলীয় আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসি বাহিনীর মধ্যে বিখ্যাত আল আলামিন যুদ্ধ সংঘটিত হয়েছিল।
১৯৪৩ – আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৩ – হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইম্রে নাগি সেদেশের কমিউনিস্ট পার্টিকে ভেঙে দেন এবং দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত স্বাধীন সরকার গঠন করেন।
১৯৫৫ – পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।
১৯৫৬ – সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।
১৯৫৯ – কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।
১৯৭১ – সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানায় যে, শেখ মুজিবের মুক্তি দেওয়া এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি সাধন ছাড়া সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা রোধ করা সম্ভব নয়।
১৯৮৩ – বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসি সেনাদের ঘাটিতে লেবাননের মুসলমান জঙ্গি হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসি সেনা নিহত হয়।
১৯৮৯ – হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৯১ – কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯১ – ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
১৯৯৩ – সকাল ১০টায় চীনের ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়।
জন্ম
১৫০৩ – জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা।
১৮৩৮ – গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি। (মৃ.১৯১৭)
১৮৮৬ – সুখলতা রাও, প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী। (মৃ.০৯/০৭/১৯৬৯)
১৯২৯- শামসুর রাহমান, বাঙালি কবি ও লেখক। (মৃ.১৭/০৮/২০০৬)
১৯৪০ – ফুটবল জাদুকর পেলে।
১৯৪১- চাষী নজরুল ইসলাম, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
১৯৪৩ – মোহাম্মদ রফিক, বাংলাদেশি কবি।
১৯৪৬ – সৈয়দ আবুল মকসুদ, কবি, লেখক, গবেষক, কলামিস্ট।
১৯৫৮ – হানিফ সংকেত, বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা।
১৯৭০ – চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।
মৃত্যু
১৬২৩ – তুলসীদাস, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।
১৮৬৭ – ফ্রানস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৭২ – ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।
১৯১০ – থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।
১৯১২ – রামতারণ সান্যাল, বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা।(জ.১৮৫৮)
১৯২১ – জন ব্যুও ডানলপ, টায়ারের উদ্ভাবক ।(জ.১৮৪০)
১৯৭৩ – নেলী সেনগুপ্তা, রাজনৈতিক কর্মী ও সমাজসেবী, স্বাধীনতা নিরলস সংগ্রামী।(জ.১২/০১/১৮৮৬)
১৯৮৩ – খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
২০০৫ – আবদুর রাজ্জাক, বাংলাদেশি চিত্রশিল্পী ও ভাস্কর।
২০১২ – সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।(জ.৭/০৯/১৯৩৪)
২০১৪ – গোলাম আযম, বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী।
২০২৩ – বিষেন সিং বেদী, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।(জ.২৫/০৯/১৯৪৬)