ঢাকায় আজ শুরু হচ্ছে ২০তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে তিন দিনব্যাপী এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা আয়োজিত হচ্ছে বাংলাদেশ মনিটরের উদ্যোগে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে অংশ নেবে দেশি-বিদেশি ৪৫টির বেশি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য পর্যটন প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলার টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকেরা জানিয়েছেন, মেলার দর্শনার্থীদের জন্য বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনস আকর্ষণীয় প্যাকেজ এবং এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় দেওয়ার ঘোষণা করবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফির মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা র্যাফল ড্রয়ে অংশ নিতে পারবেন। র্যাফল ড্রয়ে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের মধ্যে বিমানের টিকিট জেতার বিশেষ সুযোগও রয়েছে।