Homeলাইফস্টাইলআইসিং সুগার দিয়ে ঠোঁট স্ক্রাব করুন

আইসিং সুগার দিয়ে ঠোঁট স্ক্রাব করুন


প্রশ্ন: আমার ত্বক তৈলাক্ত। দুই গাল ও চিবুকে অতিরিক্ত ব্রণ ওঠে। এ পরিস্থিতি থেকে কীভাবে রক্ষা পেতে পারি? আর কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার ও দাগমুক্ত রাখার কোনো উপায় আছে কি?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর ফেস—দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।

প্রশ্ন: আমার ঠোঁট শুকনা। মরা চামড়া থাকে সব সময়। লিপস্টিক পরলে ফাটা ফাটা হয়ে থাকে। কী করা যেতে পারে?

তুতুল সাহা, ময়মনসিংহ

উত্তর: আইসিং সুগার দিয়ে সপ্তাহে তিন দিন ঠোঁট স্ক্রাব করতে পারেন। লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। তবে ম্যাট লিপস্টিক বাদ দেওয়াই ভালো। ক্রিম বেসড লিপস্টিক ব্যবহার করাই ভালো।

প্রশ্ন: গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। চুলে রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। কী করতে পারি?

আবিদা সুলতানা, ঢাকা

ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল পরিষ্কার করে নিন। এর পর শুকিয়ে ব্রাশ করুন। চুল ও মাথার ত্বক বেশি ঘামলে কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত