Homeরাজনৈতিক মামলাগাজীপুরে শেখ হাসিনা-কাদেরসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুরে শেখ হাসিনা-কাদেরসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা



গাজীপুর প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২১ আগস্ট ২০২৪  
আপডেট: ১৫:৫৭, ২১ আগস্ট ২০২৪

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ফাইল ছবি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে নূর আলম (২২) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামরা দায়ের করা হয়েছে। এছাড়া আরও ১০০-১৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নিহত নূর আলমের বাবা মো. আমির আলী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলাটি দায়ের করেন। 

নিহত নূর আলমের বাড়ি কুড়িগ্রাম সদরের মোল্লাপাড়া মধ্য কুমরপুর এলাকায়। পরিবারসহ গাজীপুর মহানগরীর বাসন থানার ১৮নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকার ভাড়া থাকেন। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি, রুমানা আলী টুসি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্ল্যাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান ওরফে কিরণ, মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমানসহ প্রমুখ। 

বাদী মামলায় উল্লেখ করেন- শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৬ জনের নির্দেশ অনুযায়ী  দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ২০ জুলাই সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়াস্থ হানিমুন রেস্টুরেন্টের সামনে রাস্তায় অবস্থানরত আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলা করে। হত্যার উদ্দেশে উপর্যুপরীভাবে কিল ঘুষি মেরে, লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে ছেন ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খোরশেদ আলম রশিদসহ প্রায় ২৫-৩০ জন আন্দোলনকারীদের রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান স্ব-শরীরে উপস্থিত থেকে তাদের হুকুমে ও প্রত্যক্ষ সহযোগীতায় অবৈধ অস্ত্রধারী এজাহার নামীয় ও অজ্ঞাত আসামিরা ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশে গুলি ছুড়িতে শুরু করে। ওই সময় তাদের ছোড়া গুলিতে আন্দোলনে অংশগ্রহণকারী নূর আলম (২২) গুলিতে নিহত হন।

রেজাউল/ইমন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত