Homeরাজনীতি২৯ মিলিয়ন ডলারের বিষয়ে প্রকৃত তথ্য দেশবাসীর কাছে তুলে ধরুন: বাসদ

২৯ মিলিয়ন ডলারের বিষয়ে প্রকৃত তথ্য দেশবাসীর কাছে তুলে ধরুন: বাসদ


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সোমবার (২৪  ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, শাসক গোষ্ঠীকে রক্ষা এবং গণআন্দোলনকে বিভ্রান্ত করার জন্য এবং বাংলাদেশের রাজনীতিতে সাম্রাজ্যবাদী বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ বিশেষ করে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের হস্তক্ষেপের বিষয় নানা সময়ে নানাভাবে প্রকাশ্যে এসেছে।

তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্র বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য তাদের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। মার্কিন সাম্রাজ্যবাদ তাদের রাজনৈতিক অর্থনৈতিক-সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অসৎ উদ্দেশ্য হাসিল করতে পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের জন্য নানামুখী তৎপরতা চালিয়ে থাকে, যা সর্বজন বিদিত।

বিবৃতিতে তিনি বলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট কোনও বিবৃতি প্রদান করেন, তাকে হালকাভাবে নেওয়ার কোনও অবকাশ থাকে না। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেছেন ‘বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে’ বিগত বাইডেন প্রশাসনের সময়ে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কাদেরকে এই অর্থ দিয়েছে তা সুনির্দিষ্ট করে না বললেও দু’টি অখ্যাত প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন।

বিবৃতিতে  ফিরোজ বলেন, ডোনাল্ড ট্রাম্প একই বক্তব্যে ‘ভারতকেও ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য’ ২১ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছেন। এ ব্যাপারে ভারত সরকার কাদেরকে এই অর্থ দেওয়া হয়েছে, তা তদন্তের নির্দেশ দিয়েছে।

কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিরবতা পালন দেশবাসীর মনে সন্দেহের জন্ম দিচ্ছে। বাংলাদেশে কারা মার্কিন ওই ২৯ মিলিয়ন ডলার নিয়েছে, কীভাবে খরচ করেছে, দেশের রাজনীতিতে তা কীভাবে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপকে সহায়তা করেছে— এ বিষয়ে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য দেশবাসী জানতে চায়।

বিবৃতিতে তিনি অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দেশবাসীর কাছে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য জোর দাবি জানান। একইসঙ্গে দেশের অভ্যন্তরে যেকোনও বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ ও আগ্রাসন প্রতিরোধে সরকার ও জনগণকে দৃঢ় ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত