আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সাধারণ পরিষদের ১২তম সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস। সম্মেলন উপলক্ষে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে দলটি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু জানান, ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তিনি জানান, বুধবার (১১ ডিসেম্বর) এই সম্মেলন সফল করতে নির্বাহী পরিষদের একটি বৈঠক হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় নির্বাহী বৈঠকে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমানসহ প্রমুখ।