Homeরাজনীতিস্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ


দীর্ঘদিন রাজনৈতিক মামলায় কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে পুনর্মিলনী করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। সেই অনুষ্ঠানে দেশমাতৃকা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গোড়ানে এই অনুষ্ঠান হয়।

যারা বিগত স্বৈরশাসকের রোষানলে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন ও অন্যায়ভাবে কারাবন্দি হয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর মুক্তি লাভ করেন তাদের নিয়ে  ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন সম্প্রতি প্রবাস ফেরত বিএনপি নেতা শফিকুল ইসলাম রিবলু।

যেখানে অংশ নেন সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– ঢাকা দক্ষিণ বিএনপি নেতা ইউনূস মৃধা, কামরুজ্জামান টিপু, জাকির হোসেন রিপন, জামিলুর রহমান নয়ন, সাজ্জাদুর রহমান, সামসুল কবির, মনির মৃধা, কাজী ইকবাল হোসেন শিখর, মনিরুজ্জামান হীরা, এম জামান, হুমায়ূন কবির, মামুনুর রশীদ আকন্দ, এলিম হোসেন,  মো. রফিক, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, মো. ইরাফান আরমান হোসেন বাপ্পি, শোভন, আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পুনর্মিলনীতে আগতরা একে অপরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পরে বক্তারা বলেন, এটি শুধু পুনর্মিলনী নয়, এটি বিএনপি নেতাদের একটি ঐক্য, সহমর্মিতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতীক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত