Homeরাজনীতি‘সর্বস্তরের মানুষের চাওয়ার ওপর ভিত্তি করেই নতুন রাজনৈতিক দলের উৎপত্তি’

‘সর্বস্তরের মানুষের চাওয়ার ওপর ভিত্তি করেই নতুন রাজনৈতিক দলের উৎপত্তি’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, আমরা সর্বস্তরের মানুষের কাছে গিয়েছি। তাদের থেকে জানতে পেরেছি তারা কেন স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছেন। তাদের চাওয়া-পাওয়ার উপর ভিত্তি করেই আজকের এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরিফ সোহেল বলেন, প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্ত্বার বিকাশ ঘটেছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আর কারও দাসত্ব মেনে নিতে চায় না। কোনও এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না। এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

তিনি বলেন, তার জন্য দরকার নতুন রাজনৈতিক শক্তি। এরই পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে গিয়েছি। তাদের থেকে জানতে পেরেছি তারা কেন স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছে। তাদের চাওয়া-পাওয়ার ওপর ভিত্তি করেই আজকের এই রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে। সেই লক্ষ্য পূরণে আমাদের দল কাজ করবে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে— সকল শহীদের স্বপ্ন ও যারা আহত আছেন তাদের ত্যাগের স্পিরিট ধারণ করে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটিই আমাদের লক্ষ্য।

নুসরাত তাবাসসুম বলেন, আমি চেয়েছিলাম এই রাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশপন্থি হবে। কিন্তু ভাবি নাই এই স্বপ্ন পূরণ হবে। যে দায় নিয়ে আমাদের এই দল প্রতিষ্ঠিত হয়েছে, সেই দায় নিয়ে আমরা আমাদের কাজ করে যাবো।

যুগ্ম-সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে সবাই এক সঙ্গে বসবাস করবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত