Homeরাজনীতিসরকারের ছত্রছায়ায় দল হলে ছাত্রদের সম্ভাবনা নষ্ট হবে: সাইফুল হক

সরকারের ছত্রছায়ায় দল হলে ছাত্রদের সম্ভাবনা নষ্ট হবে: সাইফুল হক


ছাত্র-তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সরকারে বা সরকারের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হলে ছাত্র-তরুণদের রাজনৈতিক সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারও নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে।’ এসময় তিনি ‘ভেঙে দেওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলদেরও পুনর্বাসনের কোনও অবকাশ নেই’ বলে মন্তব্য করেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিপ্লবী যুব সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও বলেছেন, ‘কারও  কোনও হঠকারিতায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের বিজয়  নষ্ট করা যাবে না।’

‘সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকে ঝুঁকি সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘৭১ ও ’৯০-এর বিজয় বেহাত হয়েছে। এবারকার গণঅভ্যুত্থানের অর্জন কোনভাবে বিসর্জন দেওয়া যাবে না। তিনি বলেন, আদর্শ ও রাজনীতির নানা পার্থক্য ও বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য ধরে রাখতে  হবে।’

তিনি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকে স্বাগত জানান এবং বলেন, সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে।

বিপ্লবী যুব সংহতির নেতা জামিরুল রহমান ডালিমের  সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, বিপ্লবী ছাত্র সংহতির নেতা জোনায়েদ হোসেন, যুব সংগঠক রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ হোসেন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, মারিয়া মৌসুমী, মোহাম্মদ হাশেম, আলী হোসেন, ফরিদুদ্দীন, ঈমন শেখ, পারভেজ হোসেন প্রমুখ  কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

প্রতিনিধি সভায় জামিরুল ইসলাম ডালিমকে আহ্বায়ক ও রাশেদুল ইসলাম রাসেলকে সদস্যসচিব করে ২৫ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত