Homeরাজনীতিসংস্কার শুধু রাষ্ট্রকাঠামোতে নয়, মানুষের ভেতরেও আনতে হবে: সেলিমা রহমান

সংস্কার শুধু রাষ্ট্রকাঠামোতে নয়, মানুষের ভেতরেও আনতে হবে: সেলিমা রহমান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামোতে নয়, মানুষের ভেতরেও সংস্কার আনতে হবে। প্রজন্মের ভেতর সে সংস্কারের কাজটা করতে হবে শিক্ষকদের।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘একটা সময় ছাত্রলীগ দ্বারা শিক্ষকরা লাঞ্চিত হতো, অপমানিত হতো। গতকাল শিক্ষার্থীদের পিকনিকের বাস ডাকাতির শিকার হয়। এ কাজগুলো করছে আওয়ামী লীগের দোসররা। তারা পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে অরাজকতা তৈরি করছে। আমরা বুকের রক্ত দিয়েছি, সে রক্তের সম্মান তখনই দেওয়া হবে যখন দেশ থেকে হানাহানি, রাহাজানি, সিন্ডিকেটের অবসান হবে।’

তিনি বলেন, ‘এটা ভাষার মাস। আজ আমরা মুক্ত ভাষায় কথা বলতে পারছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। সে সময় তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণসহ এমন কোনও অপকর্ম নেই যা করেনি। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মৌলিক নীতিবোধ নষ্ট করে দেওয়া হয়।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে। পালিয়ে যাওয়া একটি প্রধানমন্ত্রীর জন্য তার দলের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সেসবের প্রতি আমি ধিক্কার জানাই। বর্তমানে কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় ঘটেছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবে শিক্ষকরাই।’

সভায় আরও ছিলেন– বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারি, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী আ কা ফজলুল হক, মো. আবদুল্লাহ সরকার প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত