Homeরাজনীতি‘শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি’

‘শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি’


বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ-সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। রাজনৈতিক নেতাদের দুর্নীতি-দুঃশাসন মানুষকে রাজনীতির প্রতি ঘৃণা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিন শেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে। আমার বাংলাদেশ পার্টি’র রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রূপান্তর করতে চাই। শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমাদের শ্রমিক রাজনীতি– বলেছেন এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৫ জানুয়ারি) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র শ্রমিক বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এবি পার্টি’র শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা যদি মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি, সরকারের নিকট দাবি উত্থাপন করি এবং আন্দোলন করি তাহলে মানুষ আমাদের সাথে যুক্ত হবে। আজ নতুন অনেকে যোগদান করছেন। আশা করি, সবাই আমরা একসাথে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। ইনশাআল্লাহ, আমরা যদি সঠিকভাবে মানুষের জন্য কাজ করতে পারি তাহলে সবাই আমাদের সাথে যুক্ত হবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন যোগদানকৃত সংগঠকদের স্বাগত জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। কারণ শ্রমিকদের ঘাম আর শ্রমের উপরই একটি দেশের উন্নয়ন নির্ভর করে।

তিনি বাংলাদেশে শ্রম আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শ্রম আদালত যদি শ্রমিকদের জন্য ন্যায্য ভূমিকা রাখে তাহলে বেতন-ভাতার জন্য এত আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হতো না।

আলোচনা সভা শেষে এবি শ্রমিক বিভাগে প্রায় শখানেক নতুন সদস্য যোগদান করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত