Homeরাজনীতিশ্রদ্ধা জানাতে গিয়ে আ.লীগের আটক ৮

শ্রদ্ধা জানাতে গিয়ে আ.লীগের আটক ৮


মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দলটির আট নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে নোয়াখালীতে গত রোববার মধ্যরাতে ঝটিকা মিছিল ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়ও ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। আমাদের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে নেতা-কর্মীরা পকেট থেকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা স্টিকার বের করে একটি ফুলের তোড়ায় বসিয়ে দেন। শ্রদ্ধা নিবেদন শেষে তোড়া থেকে তাঁরা আবার স্টিকারটি তুলে নিয়ে যান। ঢাকার ধামরাই উপজেলা শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আরেকটি ফুলের তোড়া নিয়ে আরও কিছু ব্যক্তি শ্রদ্ধাঞ্জলি দেন। সেখানে ‘মহান বিজয় দিবস, শ্রদ্ধাঞ্জলি, শেখ হাসিনা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ছিল বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কারও নাম-পরিচয় জানাননি।

এ ছাড়া নোয়াখালী জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী, বেগমগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনটি।

অপরদিকে বিজয় দিবসে ছাত্রলীগের মিছিল ও দেয়াল লিখনের প্রতিবাদে জামালপুর শহরে সড়ক অবরোধ করে মিছিল হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত