শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।
শুক্রবার, ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১টা ৩৫ মিনিটে জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দেন নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমিনসহ অনেকে। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির পল্টন থানা কমিটিও শ্রদ্ধা অর্পণ করেন।
এর আগে, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তাদের পরে শ্রদ্ধা জানান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা।
এরপর একে একে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে তিন বাহিনীর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা। এরপর বাংলাদেশ পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং আনসার, বিজিবি, র্যাব, এনএসআইর মহাপরিচালকরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাত ১২টা ৪০ মিনিটে শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।