তারেক রহমানের লন্ডনের কিংষ্টসের বাসায় রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। বাসায় গেলেও ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জেনিফার ক্রসের তত্বাবধানে তার চিকিৎসা চলবে।’
যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) দ্য ক্লিনিকের সামনে এক ব্রিফিংয়ে এ কথা তিনি। এ সময় অন্যান্য চিকিৎসক ও যুক্তরাজ্য বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বাসায় থেকে তিনি যেন চিকিৎসা নিতে পারেন, চিকিৎসক ও নার্সদের জন্য যাতে সুবিধা হয় সে প্রস্তুতি নেওয়া হয়েছে।’
বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘এভাবে উন্নতি হতে থাকলে দ্রুত দেশে ফিরবেন খালেদা জিয়া। লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ওষুধের মাধ্যমে চিকিৎসা চলমান থাকবে।’
একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে আপাতত লিভার প্রতিস্থাপনের সম্ভাবনা কম।