Homeরাজনীতিলন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন খালেদা জিয়া

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন খালেদা জিয়া


লন্ডন সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে উড়াল দেয়। মাঝখানে বিমানটি কাতারের দোহায় যাত্রা বিরতি করবে।

বিমানে চড়ার আগে রাত ১০টা ৫০ মিনিটে বেগম জিয়া বিমানবন্দরে পৌঁছান। আট নম্বর গেট দিয়ে বিমানবন্দরে পৌঁছায় তার গাড়িবহর। এরপর তাকে বহনকারী গাড়িটি সরাসরি বিমানের কাছে যায়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমরা বিমানের কাছে থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি খুব হাসিখুশি ছিলেন। আমরা সবাই দোয়াপ্রার্থী। আমাদের সাথে সালাম বিনিময় করেছেন ম্যাডাম।

বেগম জিয়ার বিমানে উঠার আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে অবস্থান করছিলেন। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির চেয়ারপারসন।

পথে-পথে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ফেস্টুনসহ নানাভাবে অবস্থান নিতে দেখা গেছে।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। আগামীকাল বাংলাদেশ সময় বুধবার তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছে দল ও পরিবার। সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন।

সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও কাজের সহকারী রয়েছেন। বিমানে রয়েছেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।

আরও পড়ুন:

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত