জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও নিষিদ্ধ করার যে বিষয় উঠেছে— এ প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে। পরে যে জনগণের মতামত প্রতিফলনের বিষয়গুলো আছে, সেটা হবে।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এটা তো আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা শুরু করার জন্য আবার এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। যেটা কোনও ইস্যু না সেটাকে ইস্যু তৈরি করা হচ্ছে। এটাকে আমি মনে করি, আমাদের সবারই সজাগ সচেতন হওয়া উচিত।
ডোনাল্ড ট্রাম্পের টুইটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে প্রতিক্রিয়া জানানো হবে।
একইসঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা এবিষয়ে পরে জানাবো।