Homeরাজনীতিরাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না: ফারুক

রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না: ফারুক


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না। দেশে সবার ওপরে জনগণ থাকবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে ‘জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

‘জিয়াবাদ বা মুজিববাদ আর চাই না’ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এমন বক্তব্য না করার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যে জিয়া বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে পরিচিত দিয়েছেন, যেই জিয়া সার্ক গঠন করেছেন, যেই জিয়া খাল খনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করে দিয়েছেন, যে জিয়ার রাজনৈতিক নেতাদের সাথে বসে সমস্যা সমাধান করেছেন। সেই জিয়াবাদ নিয়ে দয়া করে কোনও মন্তব্য করবেন না। 

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, হাসিনার পতন শুধু জুলাই আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত ১৬টি বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক দলগুলোকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছি। জেল-জুলুম হামলা-মামলা সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম হারাম ছিল কবরস্থানে ঘুমিয়েছি। সকলে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন দেবেন ড. ইউনূস, সে নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। বাংলাদেশে সংস্কার হবে, আইন প্রণয়ন হবে। সকল কিছুই হবে, কিন্তু তার আগে ষড়যন্ত্র করে ১/১১-এর মতো বিলম্বিত করার কোনও অবকাশ বাংলাদেশে আর হবে না। আমরা বাংলাদেশ গড়বো, যেই বাংলাদেশে আর আয়নাঘর হবে না, দুর্নীতি হবে না, আইনের শাসন চলবে।

আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণতান্ত্রিক ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু প্রমুখ। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত