Homeরাজনীতিরাজনীতিতে যোগ দিলেন হেফাজত নেতা মুহিউদ্দিন রব্বানী

রাজনীতিতে যোগ দিলেন হেফাজত নেতা মুহিউদ্দিন রব্বানী


হেফাজতে ইসলামের নায়েবে আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী রাজনীতিতে যোগ দিয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন তিনি। গতকাল খেলাফত মজলিসের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার শেষ অধিবেশন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মামুনুল হক।

রবিবার (১২ জানুয়ারি) মাওলানা মুহিউদ্দিন রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্বীনের মৌলিক কার্যক্রমের পাশাপাশি সামাজিকভাবেও আমাদের দায়িত্ব রয়েছে। নতুন পরিবর্তিত বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়। সততার ভিত্তিতে ইনসাফের রাজনীতি করতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিস হচ্ছে রাজনীতিতে ইনসাফের যাত্রার নাম।’

মজলিসের দলীয় সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী প্রার্থী তালিকা তৈরি করার জন্য আলোচিত ও প্রভাবশালী আলেমদেরকে দলে যোগদানে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। ইতোমধ্যে ইসলামি বক্তা আলী হাসান ওসামাও যোগ দিয়েছেন দলটিতে।

মুহিউদ্দিন রব্বানী জানান, তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ শরীয়াহ সুপারভাইজারী কমিটিতে রয়েছেন। গত ৪৫ বছর ধরে কোরআন, হাদিস, ফিকাহ ও ইসলামিক বিষয়ে শিক্ষকতা করছেন। দেশে ও বিদেশে (বিশেষত সৌদি আরব ও ভারতে) দীর্ঘমেয়াদী দাওয়াতি ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

মাওলানা মামুনুল হককে আমির ও মাওলানা জালালুদ্দীন আহমদকে মহাসচিব কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার অনুষ্ঠিত শূরা অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য শায়খুল হাদীস ইসমাঈল নুরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ গঠন করা হয়।

অভিভাবক পরিষদের অন্য সদস্য হলেন— মাওলানা মাহফুজুল হক, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলনা আবুল কালাম, মাওলানা আকরাম আলী, মুফতি হিফজুর রহমান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ফরিদ আহমদ খান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মোশাররফ হোসাইন আদীব।

কেন্দ্রীয় কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন— নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা হেলালুদ্দীন, মাওলানা শাহীনুর পাশা, মাওলানা কোরবান আরী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা হোসাইন হাবীবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি ওজায়ের আমীন, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমালসম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল হক, মাওলানা সামিউর রহমান মুসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সস্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ। 

কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মাওলানা এনামুল হক নূর, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুশাহিদুর রহমান, মুফতী হাবীবুর রহমান,  মাওলানা জসিম উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নুর, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি আজিজুল হক, হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহ, মওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা রেজাউল করিম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত