রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমা নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ‘রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার’ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি।
মিছিলের আগে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গঠন করাও সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল। কিন্তু জননিরাপত্তাহীনতায় দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে।
প্রিন্সিপাল মাদানী বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাজার ব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বাড়িয়ে দেওয়া হয়।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আরিফুল ইসলাম, হাজী আব্দুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ শেখ আবু তাহের, শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিরাট মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব, কদমফোয়ারা হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।